চট্টলা সংবাদ প্রতিবেদন:
চট্টগ্রামে বাকলিয়া থানায় অবস্থিত “দি নীড এ্যাপারেলস লিমিটেড” নামক গার্মেন্টস এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় বাকলিয়া থানার অন্তর্গত তুলাতলী রোডের মুখে অবস্থিত “The need Apparels (pvt) Ltd” নামক গার্মেন্টস এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মূলত ভবনটির ৭ম তলার ক্লথ কাটিং রুম এ আগুনের সুত্রপাত ঘটে। শুরুর দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অল্পক্ষনের মধ্যে তা ব্যাপক আকারে ছড়িয়ে পরে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয় ফায়ার সার্ভিসের সক্রিয় ৩ টি ইউনিট। পরে কয়েক ঘন্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে ফায়ারসার্ভিস লামারবাজার ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার সাঈফুল ইসলাম চট্টলা সংবাদকে জানান- “ব্রয়লার হতে এ আগুনের সুত্রপাত ঘটে এবং এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাশাপাশি কোনোরূপ প্রাণহানী কিংবা আহতের ঘটনাও ঘটেনি।”