বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জনসম্মুখে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা খুন

চট্টলা সংবাদ প্রতিবেদন:

চট্টগ্রামে নির্বাচনী টাকা ভাগাভাগি নিয়ে দিনেদুপুরে যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।

আজ (১০ সেপ্টেম্বর)  দুপুর নাগাদ নগরীর পাহাড়তলী থানাধীন সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা জসীম ও নিহত আওয়ামীলীগ নেতা হোসেন মান্নার  সাথে বিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে আজ দুপুর নাগাদ কথা-কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে খুন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে নিহত হোসেন মান্না রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ছেলের উপর দুর্বৃত্তরা হামলা চালায় পরে নিহত হোসেন মান্না ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পাহাড়তলী থানার ইন্সপেক্টর ( তদন্ত) রোজিনা আক্তার চট্টলা সংবাদকে বলেন, বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট