বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কোতোয়ালীতে মিছিল-সমাবেশ

চট্টলা সংবাদ প্রতিবেদন:

সারাদেশে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত স্বাধীনতা বিরোধী চক্রের নাশকতা, পুলিশ হত্যা, জ্বালাও-পোড়াও ও হরতাল অবরোধের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে কোতোয়ালী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলালীগ,
ছাত্রলীগ নেতাকর্মীরা।

৯ নভেম্বর ( বৃহস্পতিবার) দুপুর ১টায় নগরীর এনায়েত বাজার মোড়ে এই প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আজাদ উল্লাহ নিজাম, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, অজিত বিশ্বাস, ছোটন বড়ুয়া, হুমায়ুন কবির রানা, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, ওমর ফারুক, মোঃ ইকবাল, মোঃ তসলিম, আমিন মোঃ সাইফুদ্দিন, যুব মহিলালীগ নেত্রী সোনিয়া আজাদ, রেহেনা লিলি, তানজিদা আক্তার মোঃ মোরশেদ,আবুল কাশেম মাসুদ, মেঃ হায়দার,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ জাহেদ, এসকান্দর আলী, আবু তাহের রানা, মোঃ ফরিদ, এহসানুল হক খোকা, তৌহিদুল ইসলাম মিথুন, শেখ তৌহিদুল ইসলাম আরদিন, রুপম সরকার, ইয়াছির আরফাত রিকু, রাজিব খান, মোঃ আনোয়ার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত হরতাল অবরোধ দিয়ে দেশের সুষ্ঠু পরিবেশ নস্যাৎ করার পায়তারা করছে। সর্বক্ষেত্রে আজ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাযজ্ঞের ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের সোপানে ঠিক তখন দেশবিরোধী বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা রাজপথে তাদেরকে মোকাবেলা করব। কোনভাবেই শান্তির এ পরিস্থিতি বিনষ্ট হতে দিব না। যদি তারা নাশকতার চেষ্টা করে তাহলে বাংলাদেশ আওয়ামীলীগ তাদের দাঁতভাঙা জবাব দিবে।