বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে পর্দা উঠল রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্টের

জমজমাট আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শুরু
হয়েছে রেস্টুরেন্ট ওনার্স ব্যাটমিন্টন টুর্ণামেন্টের।

দ্যা সিগনেচারের আয়োজনে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) চান্দগাঁও ফরচুন স্পোর্টস ক্লাবে চট্টগ্রামের প্রায় ২০টি অভিজাত রেস্টুরেন্ট মালিকরা এই টুর্নামেন্টে অংশ নেয়। বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৃষ্টি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ মোহাম্মদ সেলিম, চিটাগাং লাইভের প্রতিষ্ঠাতা সাবের শাহ সহ অন্যান্যরা।

চট্টগ্রামে প্রথমবারের মতো এমন আযোজনের মাধ্যমে একে অপরকে চেনাজানার পাশাপাশি রেস্টুরেন্ট মালিকদের মেলবন্ধন আরো দৃঢ় হবে বলছেন রেস্টুরেন্ট মালিকরা।

রেস্টুরেন্ট মালিক ও কর্মরতদের একঘেয়েমি দূর করতে এমন আয়োজনের কথা জানান আয়োজকরা। পাশাপাশি ভবিষ্যৎ এ বৃহৎ পরিসরে ব্যাডমিন্টন ছাড়াও ফুটবল ক্রিকেট মত আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন লেক ডাইন রেস্টুরেন্টের মালিক শাহিন পারভেজ, সিগনেচার রেস্টুরেন্টের সাইফ হাসান, হ্যাসট্যাগের স্বত্বাধিকারী রহমান মিজান। আগামী ৪ ডিসেম্বর ইভেন্টির ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবার কথা রয়েছে।