চট্টলা সংবাদ প্রতিবেদন:-
পটিয়ার জুলধা গ্রীড উপকেন্দ্রে স্থাপিত একটি সার্কিটের সিভিটি’র বিস্ফোরনের কারণে চট্টগ্রাম জোনের বিশাল এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকার নেমে আছে নগরীতে।
চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা; পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার, ফেনী ও কুমিল্লা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন।