চট্টলা সংবাদ প্রতিবেদন :
দীর্ঘ এক যুগ পর ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা এরিনা, পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়েতে ‘লেজেন্ডস অফ দ্যা ডেকেড’ শিরোনামের কনসার্টে গাইবে তারা।
২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘জাল’। এরপর গত ১২ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে আবার ঢাকায় গাইতে আসছে ব্যান্ডটি।