বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীর গন্ডামারায় এস আলমের কয়লা বিদ্যুৎকেন্দ্রে ছুরিঘাতে নিহত ২।

চট্টলা সংবাদ প্রতিবেদন :

বাঁশখালীতে ১ সেপ্টেম্বর দিবাগত রাত ৩ টায় ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে দায়িত্বরত দু’জন নিরাপত্তাকর্মী সরওয়ার আলম (৫১) ও রাশেদ জাওয়ারদার (২৫) কে কিছু সন্ত্রাসী মালামাল লুটের জন্য প্রজেক্টের ভেতরে ডুকে খুন করেছে।

চুরিঘাতে গুরুতর আহত অবস্থায় তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

 

অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসীরা মালামাল লুট করতে ডুকলে সিকিউরিটি গার্ড তাদের বাঁধা দেয়। বাঁধার মুখে সন্ত্রাসীরা এলোপাতাড়ি চুরি দিয়ে আঘাত করে। দু’জনই নিহত হয়।

নিহত সরওয়ারের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলায় তালমা গ্রামের আব্দুর রহমান এর ছেলে এবং রাশেদ জাওয়ারদার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার জাওয়ারদার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তারা দুজনেই নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।