চট্টলা সংবাদ প্রতিবেদন :
সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম এর অনুসারী ও জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা রাখা জুবায়ের আলম ইমন নামের এক ছাত্রলীগ কর্মীর পরিচয় মিলেছে।
চট্টলা সংবাদের অনুসন্ধান বলছে,বিগত সরকারের আমলে ছাত্রলীগ কর্মী ইমন একজন সাধারন শিক্ষার্থীকে শিবির ট্যাগ দিয়ে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে।
এই ব্যাপারে মহসিন কলেজ শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এ জি এম বাপ্পি বলেন, বিগত কয়েকদিন ধরে ছাত্রলীগের কিছু কর্মী গাউসিয়া কমিটির ছদ্মবেশে ক্যাম্পাসে তৎপর হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
ইতোমধ্যে তারা ক্যাম্পাসে এলে পর্যাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে ছাত্রলীগ সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে কলেজ প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। তিনি আরো বলেন,ছাত্রলীগ যে রুপেই ফিরে আসুক সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে।