বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গনতান্ত্রিক ছাত্রশক্তির সকল কমিটি ও কার্যক্রম স্থগিত

চট্টলা সংবাদ প্রতিবেদন :

প্রতিষ্ঠার এক বছর না পেরোতেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়, তবে কারণ স্পষ্ট করা হয়নি।

আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে ছাত্রশক্তির নেতারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সংগঠনটির দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আড়াই মাস ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে, যা ২২ সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ বিক্ষোভ করছে। ছাত্রশক্তির নেতাদের মতে, বিতর্ক এড়াতে তারা সংগঠন স্থগিত করেছেন।