বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাফুফে সভাপতি পদে আর নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন

 

চট্টলা সংবাদ প্রতিবেদন :

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে আর নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন। আজ বাফুফে ভবনে এসে এক ঘোষণায় তিনি জানান, ২০০৮ সাল থেকে সভাপতির দায়িত্বে থাকা সাবেক এই ফুটবলার আর নির্বাচনে অংশগ্রহণ করবেন না। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের পরবর্তী নির্বাচন।

সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমি চারটি মেয়াদে দায়িত্ব পালন করেছি, যা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এখন বাফুফের আসন্ন নির্বাচনে (২৬ অক্টোবর) আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না। এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত, যা জানাতেই আজ এখানে এসেছি।’

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট