বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চট্টলা সংবাদ প্রতিবেদন :

ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের সহকারী লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নীলক্ষেত হাইস্কুলে।

পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার সময় সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ নিয়ে আসতে হবে। মুঠোফোন, ক্যালকুলেটর বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।