বুধবার , ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

“স্বৈরাচারের চল্লিশা” চট্টগ্রামে ব্যাতিক্রমী অনুষ্ঠান পালিত।

চট্টলা সংবাদ প্রতিবেদন :

৫ আগস্ট ছাত্রদের কোটা আন্দোলনের ১ দফা দাবিতে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশত্যাগের ৪০দিন উৎযাপনে চট্টগ্রামের আন্দোলকারী ছাত্ররা আয়োজন করে,এই ভিন্নধর্মী আয়োজন। এতে শিক্ষার্থীরা সমন্বয়কদের স্লোগান বিকৃতির প্রতিবাদও জানান এবং স্লোগান ধরেন “তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার”। তারা বলেন, “সমন্বয়করা আমাদের মুখের স্লোগান কেড়ে নিতে চায়”।

চট্টগ্রামের কর্ণফুলিতে দেশত্যাবোধক গান, কাওয়ালী পরিবেশ মাধ্যমে উক্ত আয়োজন সমাপ্ত হয়।

মুলত চট্টগ্রামের মেজবানি ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে পালন করা হলো এই ব্যতিক্রমী প্রোগ্রামটি।