বৃহস্পতিবার , ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

লেবাননে হিজবুল্লাহ’র ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে হামলা, আহত সহস্রাধিক।

চট্টলা সংবাদ প্রতিবেদন :

হিজবুল্লাহ সদস্যদের কাছে থাকা কমিউনিকেশন ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েল অভিনব কায়দায় লেবাননে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আলাদা আলাদা বিস্ফোরণে হিজবুল্লাহ যোদ্ধাসহ আহত হয়েছে দেশটির সহস্রাধিক নাগরিক।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বেশ কিছু অংশে হয় এ ঘটনা। হিজবুল্লাহ ও সাধারণ নাগরিকদের কাছে থাকা যোগাযোগ করার যন্ত্র ‘পেজার’ হ্যাক করে ঘটানো হয় এ বিস্ফোরণ। আহতদের নেয়া হচ্ছে হাসপাতালে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। জরুরি ভিত্তিতে নাগরিকদের রক্তদানের অনুরোধ করছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই অভিনব কায়দায় ঘটানো হামলায় নিহত হয়েছে অন্তত তিনজন। হিজবুল্লাহ যোদ্ধা, চিকিৎসক ও বৈরুতে ইরানের রাষ্ট্রদূতসহ আহত হয়েছে এক হাজারেরও বেশি মানুষ। শঙ্কা করা হচ্ছে, ঘটতে পারে আরও অনেক প্রাণহানি।
৭ অক্টোবরের পর এ হামলাকে দেখা হচ্ছে লেবাননে সবচেয়ে বড় নিরাপত্তাজনিত হামলা হিসেবে। বরাবরের মতোই অভিযোগের তীর ইসরায়েলের দিকে। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব।
মূলত একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য ‘পেজার’ নামক কমিউনিকেশন যন্ত্র ব্যবহার করে থাকে হিজবুল্লাহ যোদ্ধারা।