চট্টলা সংবাদ প্রতিবেদন :
সীতাকুণ্ডে উল্টো পথে আসা ট্রাকের সঙ্গে যাত্রীবাহি বাসের
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস–ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাক হেল্পার প্রাণ হারিয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাসে থাকা ১০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগার হাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক হেল্পারের নাম মো. দেলোয়ার হোসেন (৫০)। তার বাড়ি বগুড়া জেলায়।