চট্টলা সংবাদ প্রতিবেদন :
শুভ উদ্বোধন হয় অংকুরের স্পোর্টস ক্যাম্প ‘২৪
চলো খেলি মুক্ত আকাশে, আত্মাকে লেলিয়ে মুক্ত বাতাসে। মুসলিম হাই ছাত্রদের উৎসাহ উদ্দীপনাকে চিন্তা করে অদ্য ২১/৯/২৪ ইং অংকুর স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত অংকুর স্পোর্টস ক্যাম্পের শুভ উদ্ভোদন হয়। এই ক্যাম্পে অংশগ্রহণ করেন একঝাঁক মুসলিম হাই প্রাতঃ ও দিবা শাখার ফুটবল ও ক্রিকেটের একাধিক টিম। তারা নিজেদের উজাড় করে দিয়ে সুশৃঙ্খলভাবে খেলে মাঠ থেকে বিদায় নেন।খেলাটি অদ্য সকাল ৭ টায় লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয়।ছাত্রদের অভিভাবক ও দর্শকদের উপস্থিতিতে এই খেলা বাস্তবায়ন করেন অংকুর চলন্তিকা জোনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।তাদের নিরলস পরিশ্রমে সফলতার সাথে উদ্ভোদনী পর্বের শুভ ইতি ঘটে।