চট্টলা সংবাদ প্রতিবেদন :
জামালখান জনকল্যাণ সোসাইটির উদ্যোগে কাজির দেউড়ি এলাকায় বিশাল সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বক্তব্য রাখেন শাইখ মোহাম্মদ জামালউদ্দীন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিবেশবিদ ও ইসলামী চিন্তাবাদ মুহাম্মদ নজরুল ইসলাম, বিআইএ মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আল আজহারী, ও.আর নিজাম রোড় আবাসিক এলাকা জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সলীমুললাহ হাবিবী, বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জাহাঙ্গীর আলম। মাহফিলে সভাপতিত্ব করেন জামালখান জনকল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ একরামুল হক।
মাহফিলে বক্তারা বলেন, আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.) এর সীরাত অনুসরণের কোন বিকল্প নেই। ব্যক্তিগত, পারিবারিক ও সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আল্লাহর রাসূল (সা.) সীরাতকে পরিপূর্ণভাবে মেনে চলতে হবে।