শনিবার , ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে ভিসা দ্বন্দ্বে ছুরিকাঘাতে হত্যা

চট্টলা সংবাদ প্রতিবেদন : 

 

চট্টগ্রামের বাঁশখালীতে ভিসা নিয়ে বিরোধের জেরে মনজুর আলম প্রকাশ বাবুল (৪২) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে ছনুয়া ইউনিয়নের মধুখালী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবুল স্থানীয় বাসিন্দা মৃত দলিলুর রহমানের ছেলে। পুলিশ ঘটনার চার ঘণ্টার মধ্যে অভিযুক্ত মো. সোহেলকে গ্রেপ্তার করেছে।

নিহতের পরিবার জানায়, তিন বছর আগে সোহেলের কাছ থেকে সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে বাবুল একটি ভিসা ক্রয় করেছিলেন। তবে বিদেশে গিয়েও প্রতিশ্রুত চাকরি না পাওয়ায় দীর্ঘদিন ধরে ভিসার টাকা ফেরতের জন্য বাবুল সোহেলের সাথে বিরোধে জড়ান। দেশে ফিরে বাবুল আদালতে মামলা দায়ের করেন। শুক্রবার সকালে সোহেলের সাথে টাকার বিষয়ে আলোচনার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল বাবুলকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা বাবুলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার পর সেনাবাহিনীর টহল দল সোহেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।