বুধবার , ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিওয়াইবি আইআইইউসি শাখার সভাপতি আল রাজি, সম্পাদক আরমান শাহরিয়ার

চট্টলা সংবাদ প্রতিবেদন :

ভোক্তা অধিকার সংগঠন ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন বিভাগের শিক্ষার্থী আমিন আল রাজিকে সভাপতি এবং ব্যবসায় প্রশাসন বিভাগের আরমান শাহরিয়ার সৌরভকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ১৩ সদস্যের কমিটির অনুমোদন দেন সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি’এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. তানজীম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ক্বাফী। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফাহিম, অর্থ সম্পাদক শাহরিয়ার মুনতাসীর। দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুস তাক্বী। মিডিয়া সম্পাদক ফাহাদ মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মাদ নাজমুল ইসলাম, আইন সম্পাদক শরীফ মাহমুদ আরাফ, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক চৌধুরী সিয়াম ইলাহী। কার্যনির্বাহী সদস্য এস.এম. আব্দুর শাকুর।

উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।