চট্টলা সংবাদ প্রতিবেদন :
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে এসেছে ৬১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রতিদিন গড়ে ৮ কোটি ৮১ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহের তুলনায় এ মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৮ কোটি ৫২ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৫৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৩৮ কোটি ৩৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ লাখ ডলার রেমিট্যান্স।
এ বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স প্রবাহ ছিল সর্বোচ্চ—২৪০ কোটি ডলার। তবে নভেম্বরে এটি কমে দাঁড়ায় ২১৯ কোটি ডলারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের ইতিবাচক ধারা চলতে থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।