চট্টলা সংবাদ প্রতিবেদন :
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবণের মাঠের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সরল ইউনিয়নের পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা জানান, বন বিভাগের জায়গায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে মেম্বার মনছুর আলম ও মৌলভী আবুল হাসান গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে।
গুলিবিদ্ধদের মধ্যে সাইফুল ইসলাম (১৭), নেজাম উদ্দিন (৩২), জয়নাল আবেদীন (২৮), মোঃ জবেদ (২২), এবং মোঃ ইসমাঈল (৫০) গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মনছুর আলমের গ্রুপের আহত সদস্যদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বন বিভাগের জায়গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রিপোর্টার এম এ হান্নান।