বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পদত্যাগ করলেন ঢাবির ভিসি মাকসুদ কামাল

চট্টলা সংবাদ প্রতিবেদন:

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। শনিবার ড. মাকসুদ কামাল পদত্যাগ করেন বলে জানা যায়।
গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় সংসদ। এরপর একে একে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করতে থাকেন। এ ছাড়া বিভিন্ন পদে হয় রদবদল।

এরই মধ্যে প্রধান বিচারপতির পদ থেকে বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামালের পদত্যাগের খবর আসে।