চট্টলা সংবাদ প্রতিবেদন :
রাজধানীতে মহাসবামেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হতে পারে। শেখ হাসিনার সরকারের পতনের পর দলীয় ব্যানারে রাজধানীতে এটি হবে জামায়াতের প্রথম সমাবেশ।
বুধবার (৯ অক্টোবর) দুপুরে জামায়াতের ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন মুঠোফোনে সময় সংবাদকে জানিয়েছেন, তারা ঢাকায় একটি মহাসমাবেশ করবেন।
তিনি বলেন, সমাবেশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটি নিয়ে আমাদের আলোচনা চলছে।
তিনি জানান, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সশস্ত্র সন্ত্রাসীদের হামলা এবং লগি-বৈঠা দিয়ে নৃসংশভাবে মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশটি হতে পারে।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বরাতে দৈনিক যুগান্তরের অনলাইনে এক প্রতিবদেন বলা হয়েছে, আগামী ২৮ অক্টোবর সোমবার বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে জামায়াতে ইসলামী।