চট্টলা সংবাদ প্রতিবেদন :
গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ওই তিন ব্যবসায়ীক জরিমানা করেছেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় প্রত্যেকে ২ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। মূল্য তালিকা প্রদশর্ন না করার অপরাধে মেসার্স মামুন স্টোরের মালিক মামুন মিয়া ও চাঁদ মোহন স্টোরের মালিক গৌতম বনিক এবং দায়িত্বহীনতার কারণে মেসার্স জামাল মুরগির ভান্ডারের মালিক মো. জামালকে এ আর্থিক জরিমানা করা হয়েছে।