বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

চট্টলা সংবাদ প্রতিবেদন :

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বানিয়ারা পাড়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহাসান (৩১) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক চান্দগাঁও এলাকার ছাত্রলীগের কর্মী ছিলেন।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও বানিয়ারা পাড়ায় রাস্তার পাশেই এ ঘটনা ঘটে।
‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গুলিতে নিহত তাহসান চান্দগাঁও থানার মাইজপাড়া হাজিরপুল এলাকার মোহাম্মদ মুছার ছেলে।

ঘটনা সূত্রে আরও জানা গেছে, চান্দগাঁও এলাকার হাজিরপুল থেকে বানিয়ারপাড়া পর্যন্ত দুটি গ্রুপের আধিপত্য বিস্তার ছিলো। আশপাশের ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজিরও নানা অভিযোগ ছিলো দুই গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে কয়েকদিন আগেও এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে মহড়াও দিয়েছেন বলে সাধারণ লোকজনের অভিযোগ।

আজকে বিকেলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংঘর্ষের ইঙ্গিত দিয়ে এক গ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে স্ট্যাটাস দেন। এতে এক গ্রুপের নেতৃত্ব দেন ছোট সাজ্জাদ আর অন্য গ্রুপের নেতৃত্বে দেন সরোয়ার নামে যুবক। আবার সরোয়ার গ্রুপের পক্ষে ঢাকাইয়া আকবরও মাঠে নামেন।
এতে আধিপত্য বিস্তারে আজ বিকেলে দুই গ্রুপের সংঘর্ষ লাগলে প্রকাশ্যে সন্ত্রাসীরা গুলি করে তাহসান নামে ছাত্রলীগের কর্মীকে খুন করার ঘটনা ঘটান।