বৃহস্পতিবার , ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও কলম সহায়তা

নিজস্ব সংবাদদাতা :

প্রতিবছরের ন্যায় এবছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১- ২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের খাবার পানি সরবরাহ দিচ্ছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো. ইকবাল হোসাইন। শুধু বিশুদ্ধ পানিই নয়, করা হচ্ছে কলম বিতরণও।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালামের নির্দেশনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। ভর্তি পরীক্ষা যতদিন চলবে। এ কার্যক্রম ততদিন চলমান থাকবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন বলেন, প্রতিবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের সেবায় আমার এ ছোট আয়োজন থাকে। এ বছরও এ আয়োজন রেখেছি। যতদিন ভর্তি পরীক্ষা চলবে। ততদিন আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু মোহাম্মদ হোসাইন অভি, উপ-মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক রকিবুল হাসান বাবু, হাটহাজারী উপজেলা ছাত্রলীগ নেতা আজিজ, হাকিব নয়ন, শুভ, সাহেদ, আসজাদ, কাওসার, সাব্বির, সিফাত, মোশারফ, সাজ্জাদ,প্রমুখ। এসময় হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলেজ, হাটহাজারী সরকারি কলেজ, ও নাজিরহাট কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্ব উপস্থিত ছিলেন।